Suvendu Adhikari Resigns: মন্ত্রিত্ব-সহ একাধিক পদ থেকে ইস্তফা শুভেন্দুর, এরপর কী? আলোচনায় বিশেষজ্ঞরা

Continues below advertisement
Sougata Roy-এর সঙ্গে দুবার বৈঠক হয়ছিল Suvendu Adhikari-র। কিন্তু তারপরেও গলল না বরফ। কোনও কারণ না দেখিয়ে আজ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন Suvendu Adhikari। তবে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলেও বিধায়ক পদ তিনি ছাড়ছেন না। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদত্যাগের কথা জানান Suvendu Adhikari। রাজ্যপালকেও মেল করে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন অধ্যাপক শুভময় মৈত্র-সহ TMC নেতা রাহুল চক্রবর্তী এবং বিজেপি নেতা সৌরভ শিকদার। শুভেন্দু অধিকারীর পদত্যাগ প্রশ্নে তৃণমূল নেতা রাহুল চক্রবর্তীর মন্তব্য, 'শুভেন্দু অধিকারীর জনসংযোগের যে ভিত্তি, তা নিয়ে কোনও দ্বিমত নেই। ওর পদত্যাগে আমি দুঃখিত। কিন্তু যে সরকার চলছে, সেই সরকার জনতার কাছে দায়বদ্ধ একটা সরকার।' এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা সৌরভ শিকদার জানান, 'শুভেন্দু অধিকারীর সাংগঠনিক ক্ষমতা নিয়ে কারও কোনও প্রশ্ন নেই। উনি যদি বিজেপিতে আসেন, তাহলে ওকে স্বাগত।' তাঁর দাবি, 'TMC-তে যে দমবন্ধের পরিবেশ, পিসি-ভাইপোর রাজত্ব, তাতে অনেকেই চলে আসবেন বিজেপিতে।' এই প্রসঙ্গে অধ্যাপক শুভময় মৈত্রর মত, শুভেন্দু তৃণমূল ছাড়তে চান কিংবা বিজেপিতে যেতে চাইলে, সেই দলের নেতৃত্বের সঙ্গে ভিতরে আলোচনা করতে পারতেন। যেটা আমরা একদম জানতে পারতাম না। কিন্তু আমার মনে হয়েছে, জনতার উপলব্ধির বিষয়টা এখন বুঝে নিতে চাইছেন জননেতা শুভেন্দু অধিকারী।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram