SSC Update: 'শিক্ষামন্ত্রীও যুক্ত, CBI তদন্ত হলেই সব সামনে আসবে', SSC গ্রুপ সি-তে 'অনিয়ম' প্রসঙ্গে শুভেন্দু| Bangla News

Continues below advertisement

এসএসসি (SSC)-তে ফের অনিয়ম। গ্রুপ সি-তে ৩৫০ জনের বেতন বন্ধ। নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করবে কমিশন, নির্দেশ হাইকোর্টের। এবিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'নিজেদের পরিচিতদের চাকরিতে ঢুকিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। সিবিআই (CBI) তদন্ত হলেই সমস্ত কিছু সামনে আসবে। করোনাতেও ফোন করে ডেকে ডেকে চাকরি দিয়েছে। এতে তৃণমূলের মাথারা যুক্ত, শিক্ষামন্ত্রী যুক্ত।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram