গোয়ালতোড়ে এক মঞ্চে তৃণমূল বিধায়ক ও বিজেপি সাংসদ, শুরু বিতর্ক
Continues below advertisement
পূর্ব মেদিনীপুরের এগরার পর এবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়। ফের এক মঞ্চে তৃণমূল বিধায়ক ও বিজেপি সাংসদ। গতকাল গোয়ালতোড়ে কলাবতী পেরুয়াবাদ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে এক মঞ্চে উপস্থিত ছিলেন শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হবে। দলই সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে তিনি জানান, এগরার ঘটনায় তৃণমূল বিধায়ককে শো কজ করা হয়েছে। দলের নিয়ম সবার জন্য সমান। বিজেপি জেলা সভাপতি সমিত দাসের প্রতিক্রিয়া, সামাজিক অনুষ্ঠানে বিধায়ক-সাংসদদের আমন্ত্রণ জানানো হয়। এসব ক্ষেত্রে রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত। এর আগে, এগরা মেলার উদ্বোধনে তৃণমূল বিধায়ক সমেরশ দাস ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এক মঞ্চে থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়।শো কজ করা হয় তৃণমূল বিধায়ককে।
Continues below advertisement