State vs Governor: ‘হাওয়ালার ডায়রিতে রাজ্যপাল ধনকড়ের নাম?’, তৃণমূলের প্রশ্ন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি
হাওয়ালার ডায়রিতে ধনকড়ের (Jagdeep Dhankar) নাম। সত্য কী? বলতে পারবেন রাজ্যপালই। দুর্নীতির অভিযোগে আরও আক্রমণে তৃণমূল (TMC)। জনতার পাশে দাঁড়ানোয় রাজ্যপালকে কুৎসা, পাল্টা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জিটিএ-র (GTA) হিসেবনিকেশ নিয়ে কি সিএজি-র (CAG) অডিট হওয়া উচিত? জৈন হাওয়ালা (Jain Hawala) বিতর্কের পাশাপাশি এই নিয়েও রাজ্যপাল ও রাজ্যের শাসকদলের সংঘাতে নতুন পর্ব শুরু হয়েছে। অভিযোগের পাল্টা দাবি। দাবির পাল্টা ট্যুইট। দু’পক্ষের মধ্যে চলছে জোর চাপানউতোর। সোমবার উত্তরবঙ্গ সফরের শেষ লগ্নে জিটিএ নিয়ে মারাত্মক অভিযোগ তোলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) ট্যাগ করে রাজ্যপাল লেখেন, জিটিএ অ্যাক্টের ৫৫ (৯) নং ধারায় বলা হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অডিট করার দায়িত্ব ক্যাগকে দেওয়া হবে। পরে তারা অডিট রিপোর্ট (Audit Report) জমা দেবে সরকারকে। দ্বিতীয় ট্যুইটে রাজ্যপাল দাবি করেন, ২০১১-র জিটিএ অ্যাক্টের ৫৫ (১০) নং ধারায় বলা হয়েছে, জিটিএ নিয়ে রিপোর্ট চাইতে পারেন তিনি। যাতে ওই রিপোর্ট বিধানসভায় পেশ করা যায়। উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি নেতার সঙ্গে বৈঠক করায় এদিনও রাজ্যপালের (Governor) সমালোচনায় সরব হয় তৃণমূল।