Debanjan Deb Update: আসলে যা হয়েছে তা সবই সময়ে জানা যাবে, সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ দেবাঞ্জনের মা
Continues below advertisement
আজ সাংবাদিকদের মুখোমুখি হন ভুয়ো আইএএস (IAS) তথা ভুয়ো ভ্যাকসিনেশন (Fake Vaccination) কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) মা। তিনি বলেন, "ছেলের সুবিচার চাই। সেই জন্যই তিনি আদালতের দ্বারস্থ হয়েছি।" তিনি আরও বলেন, "আসলে যা হয়েছে তা সবই সময়ে জানা যাবে।" কিন্তু দেবাঞ্জন দেবের বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ উঠে আসছে সেই নিয়ে তিনি কিছুই বলেননি। অন্যদিকে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনের বিরুদ্ধে থাকা মামলায় আরও ৪টি ধারা যোগ করার আবেদন জানিয়েছে পুলিশ। এই মর্মে মঙ্গলবার আলিপুর আদালতে আবেদন করা হয়। এক ওষুধ বলে অন্য ওষুধ দেওয়া, সরকারি সম্পত্তি বিক্রিতে বাধাদান-সহ ৪টি ধারার জন্য আবেদন করা হয়েছে। এর মধ্যে একটি জামিন অযোগ্য ধারা রয়েছে।
Continues below advertisement
Tags :
ABP Ananda Kasba ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Kolkata Municipality Fake Vaccination Camp Debanjan Deb Fake IAS Officer Kolkata Fake Vaccine