' Subhednu Adhikari কালও আপনাদের সেবক ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে: শুভেন্দু
শুক্রবার নন্দকুমারে Jagaddhatri Puja পুজোর উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন পরিবহণ মন্ত্রী Subhendu Adhikari। এদিন সেই অনুষ্ঠানে Transport Minister বলেন, 'আপনাদের শুভেন্দু গতকালেও যা ছিল, আজকেও তাই আছে। ভবিষ্যতেও আপনাদের সেবক হিসেবে আমি কাজ করব।' এদিন তিনি আরও জানিয়েছেন, 'আমার সকাল থেকে এদিক আর ওদিক হচ্ছে। আমি আপনাদের ঘরের ছেলে এগুলো বলতে কোনও আপত্তি নেই। সকালে বলাগড় গিয়েছিলাম। এখন আবার যাব Midnapore শহরে ৩টি পুজো উদ্বোধন করতে।'
হুগলির বলাগড়ে শুভেন্দু অধিকারীর সভাতেও নাম না করে দলীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জবাব দেন পরিবহণমন্ত্রী। স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে উপস্থিত জনতাকে শুভেন্দু প্রশ্ন করেন, অনিল বসুর অশালীন মন্তব্য সমর্থন করেননি জেলার মানুষ। কোনও জনপ্রতিনিধি আমাকে বা আমার পরিবারকে আক্রমণ করলে, আপনারা সমর্থন করবেন? রাজনৈতিক আক্রমণ হতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কাম্য নয়, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের মুখপাত্র প্রবীর ঘোষালের।