সোমবার সৌগতর সঙ্গে কথা হওয়ার পর কি বরফ গলল? শুভেন্দু অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ল এই ঘটনার পর

Continues below advertisement
তৃণমূলে থাকবেন না চলে যাবেন, তাঁকে ঘিরে জল্পনা জোরদার। বরফ গলানোর চেষ্টা চালাচ্ছেন দলের বর্ষীয়ান সাংসদ Saugata Roy। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের খেজুরেতে তৃণমূলের পতাকা ব্যানার ছাড়াই পদযাত্রা করলেন Suvendu Adhikari। এদিন খেজুরের সভা থেকে দল নিয়ে একটি শব্দও খরচ করেননি পরিবহনমন্ত্রী। যদিও অখিল গিরি ফের শুভেন্দুকে আক্রমণ করেছেন। তিনি বলেন, এবার তৃণমূলের পতাকায় মিছিল হয়নি, তাই বেশি মানুষ মিছিলে যোগ দেননি। দলে থাকলেও তাঁর কাজকর্ম দল বিরোধী বলেই মনে হচ্ছে। গতকাল বিকেলে খেজুরিতে TMC-র ব্যানারে একই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শুভেন্দুর মিছিলের পরেই তড়িঘড়ি সেই পদযাত্রা বাতিল করা হয়। যা নিয়ে প্রকাশ্যে শাসক দলের কোন্দল। হলদিয়াতেও শুভেন্দু অনুগামীরা তৃণমূলের ব্যানার ছাড়া কর্মসূচী পালন করেন। এই প্রেক্ষিতে বিজেপির দাবি সিরাজ খান গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। সম্প্রতি কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে সিরাজ খানের একটি ছবি ভাইরাল হয়। এর পর থেকেই দল বদল নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram