Sujan Chakraborty: 'বাংলা ভাগের দিনে BJP-র পশ্চিমবঙ্গ দিবস পালন ইঙ্গিতপূর্ণ', সৌমিত্র খাঁর মন্তব্যকে কটাক্ষ সুজন চক্রবর্তীর

Continues below advertisement

জন বার্লার পর এবার পৃথক রাজ্যের দাবি তুললেন আর এক বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এলাকার মানুষের উন্নয়ন ও চাকরির জন্যই পৃথক জঙ্গলমহল রাজ্যের প্রয়োজন। বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসাসনসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে পৃথক জঙ্গলমহল (Junglemahal) রাজ্য করা হোক বলে দাবি সৌমিত্রর। সেই প্রসঙ্গে সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, ‘বাংলার শত্রুরা বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে। ভাষা, সংস্কৃতি, জাতিসত্ত্বা সব কিছুকে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে বাংলার সঙ্গে শত্রুতা করা হচ্ছে। যেদিন বাংলাকে ভাগ করা হয়েছিল, সেই দিনটাকে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে। বিজেপি বাংলাকে বারবার ভাগ করার চেষ্টা করে চলেছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram