Sujan Chakraborty: 'পিকে কর্পোরেট প্রতিনিধি, মোদি-নীতীশের সঙ্গেও কাজ করেছেন', খোঁচা সুজনের| Bangla News

Continues below advertisement

"শক্তিশালী বিকল্প গড়ে তুলতে গুরুত্বপূর্ণ কংগ্রেসের (Congres) ভাবধারা এবং ব্যপ্তি। কংগ্রেসের নেতৃত্ব কোনও ব্যক্তির স্বর্গ থেকে পাওয়া অধিকার নয়। বিশেষ করে গত ১০ বছর দল যেখানে ৯০ শতাংশ ভোটে হেরেছে।" নাম না করে রাহুল গাঁধীকে (Rahul Gandhi) কটাক্ষ প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। "বিপক্ষে কে নেতা হবে তা ঠিক হোক গণতান্ত্রিকভাবে।" ট্যুইট তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের।

এ বিষয় সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, প্রশান্ত কিশোর তো কর্পোরেট প্রতিনিধি। ৫০০ কোটি টাকা দিয়ে টেন্ডার নিয়েছিলেন। পরে ১৪০০ কোটি হয়েছে তৃণমূলকে জেতানোর জন্য। এই একইরকমভাবে টেন্ডার নিয়ে মোদির হয়ে কাজ করেছিলেন অথবা একইভাবে টেন্ডার নিয়ে নীতীশ কুমারের হয়ে কাজ করেছেন। ইতিমধ্যে দল হিসেবে কোথায় আছে কেউ জানে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram