Sujan Chakraborty: বিজেপির বিরুদ্ধে ব্যবহৃত শব্দকেই অসংসদীয় ঘোষণা, মন্তব্য সুজনের | Bangla News

Continues below advertisement

১৮ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর আগে ‘অসংসদীয়’ শব্দের নতুন তালিকা। নতুন তালিকা প্রকাশ করল লোকসভার সচিবালয়। নতুন তালিকায় বিশ্বাসঘাতক, জুমলাবাজ, কালা দিনের মতো শব্দকে রাখা হয়েছে। সিপিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "দুর্ভাগ্যজনক, অসাংবিধানিক বন্দোবস্ত। এরপর হয়তো কালো টাকা, টাকার পাহাড়ও বলা যাবে না। যে শব্দগুলিকে নরেন্দ্র মোদির দলের বিরুদ্ধে বিরোধীরা ব্যবহার করে সেগুলিকেই অসংসদীয়র তালিকায় রাখা হয়েছে।"    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram