Sujata Mondal on Saumitra Khan Resign: 'ব্যক্তিগত আঘাতের জায়াগা থেকেই এই সিদ্ধান্ত', সৌমিত্র খাঁ প্রসঙ্গে সুজাতা মণ্ডল
বিজেপি যুব মোর্চার সভাপতির পদ ছাড়ছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফেসবুকে পোস্ট করে নিজেই জানালেন সৌমিত্র খাঁ। যুব মোর্চার পদ ছাড়লেও বিজেপিতেই (BJP) আছি, জানালেন সৌমিত্র খাঁ। কেন যুব মোর্চার পদে ইস্তফা? সৌমিত্রকে নিয়ে জোর জল্পনা। তিনি বলেন, "যা হচ্ছে, তা দলের পক্ষে খারাপ হচ্ছে। বারবার দিল্লিতে গিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে চলে আসছে। আমাকে দলে একঘরে করে রাখা হয়।" নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ সৌমিত্রর।
তিনি বলেন, "আমি কখনও ঘরের লোকের জন্য কিছু চাইনি। যা ভুল হবে, তা সবসময় তুলে ধরব। ব্যর্থতার দায় নিয়ে আগেই যুব মোর্চার পদ ছাড়তে চেয়েছিলাম। নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতি আমার আস্থা আছে। কিন্তু একজন নেতা এসে বলছেন, তাঁর নেতৃত্বে সবকিছু হচ্ছে। আমি এলাকায় না ঢুকেই ভোটে জিতেছিলাম। বারবার দিল্লি গিয়ে ভুল বোঝাচ্ছেন, দেখাচ্ছেন যেন পার্টির জন্য জীবন দিয়েছেন। দলের জন্য আমাদেরও অনেক আত্মত্যাগ আছে। কেউ নিজেকে বড় বিজেপি নেতা দেখানোর চেষ্টা করছেন। বিরোধী দলনেতা নিজেকে জাহির করার চেষ্টা করছেন। নতুন নেতা এসে, দিল্লির নেতাকে ভুল পথে চালানোর চেষ্টা করছেন। ভোটের আগে সব চোর-চিটিংবাজকে দলে যোগদান করিয়েছিলেন। আমাদের দলের সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না। বালি চুরি সরকার কড়া হাতে দমন করছে, ভাল করছে। একটা বিজেপিতে ২ জন নেতা হয়ে দল চালাচ্ছেন। আয়নায় মুখ দেখুন, নিজের মতো করে দল চালানোর চেষ্টা করবেন না। এভাবে চললে বাংলার মানুষ দুঃখেই থাকবে। যা হচ্ছে, তা দলের পক্ষে খারাপ হচ্ছে।"
এই বিষয়ে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal) বলেন, "এটা হওয়ারই ছিল। বিজেপি কিছু অযোগ্য, অপদার্থ লোকদের নিয়ে চলছে। যাদের অযোগ্যতা এবং অপদার্থতার জন্য বাংলাতে তারা শেষ হয়ে গিয়েছে। নারদায় অভিযুক্ত চোর যে তোয়ালে মোড়া টাকা লোকাতে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন এখন এমন হাবভাব করছেন যেন মনে হচ্ছে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য তিনি। বিজেপির রাজ্য সভাপতি লজ্জা, মান সম্মান কিছুই নেই। তাঁকে বুথ নেতৃত্ব ও কর্মীরা যেভাবে গালিগালাজ করছে তাতে তাঁর পদ ছেড়ে দেওয়া উচিত। পদ আঁকড়ে বসে আছেন। মুখ্যমন্ত্রী না হওয়ার শোক ভুলতে পারছেন না। বিজেপি নেতা-নেত্রীদের কুকীর্তি রোজ সোশ্যাল সাইটে ভাইরাল হচ্ছে। এসব দেখে কোনও ভদ্র মানুষের পক্ষে বিজেপিতে মানিয়ে চলা কষ্টকর। আমার মনে হয় সেসব অযোগ্য, অপদার্থ নেতৃত্বদের প্রতি সৌমিত্র খাঁ কথা বলেছেন। ওঁনার পদের দায়বদ্ধতা থেকেই হয়তো মনে হয়েছে যে এই অযোগ্য, অপদার্থদের সঙ্গে কাজ করা যাবে না। তা হয়তো সেখান থেকে অব্যাহতি দিয়েছেন। ওঁনার নিশ্চয় কোনও ব্যক্তিগত আঘাতের জায়াগা থেকে এই সিদ্ধান্ত। মনে হয় সঠিক সিদ্ধান্ত হিসেবেই প্রতিফলিত হবে আগামী দিনে।"