Sukhendu Sekhar Roy: 'গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী ছিল তা সবার কাছে পরিষ্কার', কটাক্ষ সুখেন্দু শেখরের
Continues below advertisement
আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ভূমিকায় প্রশ্ন উঠতেই পারে। গুলি চালানোর বিষয়ে যাদের ডেকে পাঠানো হয়েছিল সিআইডি-র (CID) তরফে, কেন্দ্রীয় বাহিনী থেকে তাঁরা কেউ গুলি চালানোর ঘটনার তদন্তের সাহায্যের জন্য আসেননি। যারা গুলি চালিয়েছিলেন বলে অভিযুক্ত, তাঁরা কেউ সাক্ষী দিতে আসেননি। এতেই দিবালোকের মতো পরিষ্কার যে ঘটনায় কার কী ভূমিকা ছিল।’ বিজেপি (BJP) নেতা জন বার্লার (John Barla) এফআইআর প্রসঙ্গে তিনি বলেন, ‘কে কার বিরুদ্ধে এফআইআর করছে তাতে কিছু এসে যায় না। এফআইআর যে কেউ করতে পারেন। পুলিশ নিজের কাজ করবে।’ এছাড়াও তিনি বলেন, ‘আমি সরকারের অংশ নই আর পুলিশ প্রশাসনও নই। কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমি মন্তব্য করব না।’
Continues below advertisement
Tags :
TMC BJP Election ABP Ananda Central Force Cid ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla By Election Bengal Politics Sukhendu Sekhar Roy Sitalkuchi