WB Politics: 'যা ভেবেছিল হয়নি, এখন ফেরার জন্য ছটফট করছে', সুনীল মণ্ডলকে 'ধান্দাবাজ' বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

মুকুল রায়ের (Mukul Roy) তৃণমূলে (TMC) প্রত্যাবর্তনের পর এবার বিস্ফোরক সুনীল মণ্ডল (Sunil Mondal)। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ বর্ধমান পূর্বের সাংসদের। তিনি বলেছেন, "যাঁরা তৃণমূল থেকে গেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু সেরকম ভাবে পাচ্ছি না।" এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সুনীল মণ্ডলের কোনও রাজনৈতিক মান নেই। ধান্দাবাজ লোক সব। ধান্দার জন্য যায়। যা ভেবেছিল তা হয়নি, তাই ফেরার জন্য আকপাক করছে। সুনীল মণ্ডলের কোনও দাম নেই। দলত্যাগ বিরোধী আইনের জন্য চিঠি দেওয়া হয়েছে, তাই এখন কান্নাকাটি করছে।"   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram