Suvendu Adhikari: ‘বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হচ্ছে’, সুর চড়ালেন শুভেন্দু | Bangla News

Continues below advertisement

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)। বিজেপি (BJP) নেতা বলেন, "‘বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হচ্ছে। ২০১৯ থেকে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করেছেন। বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন। প্রাকৃতিক বিপর্যয়ে বাংলার কৃষকদের ফসলের ক্ষতি হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে কৃষকদের স্বার্থে প্রকল্প চালু করা উচিত।দেশের ১০ কোটি কৃষক পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন। বাংলায় বঞ্চিত কৃষকরা যাতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পান, তার ব্যবস্থা করুক রাজ্য সরকার। রাজ্যের বাইরে স্বাস্থ্য সাথী কার্ড চলে না।বাংলা একমাত্র রাজ্য, যেখানে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি। রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্য সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করুক’। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram