Cattle And Coal Smuggling: 'ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন বিনয়' , শুভেন্দুর দাবি মিথ্যে দাবি করে আইনি নোটিস
গরু ও কয়লাকাণ্ডে অভিযুক্ত, ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। গত ১১ জুন শুভেন্দু ট্যুইট করেন, ২০১৮ সালে বিনয় মিশ্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছিলেন। ২০২০ সালে ওই ব্যক্তিকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। নির্বাচন কমিশনের কাছে বিনীত প্রশ্ন, কোনও বিদেশি নাগরিক কি ভারতের কোনও রাজনৈতিক দলে সামিল হতে পারেন?
এই ট্যুইট নিয়েই বিজেপি বিধায়ককে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠিয়েছেন বিনয়। তাঁর দাবি, ট্যুইটে ভিত্তিহীন তথ্য দিয়ে মিথ্যা প্রচার করা হয়েছে। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগকে পাঠানো হয়েছেন নোটিসের কপি। সেই সঙ্গে ট্যুইটার কর্তৃপক্ষকেও নোটিস দিয়ে ট্যুইটটি মুছে দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বিনয় ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে ওই দেশেই লুকিয়ে রয়েছেন বলে সিবিআই সূত্রে খবর।