Suvendu Adhikari: 'পিএসি চেয়ারম্যান নিয়ে রীতি ভঙ্গ করেছে শাসক দল', মন্তব্য শুভেন্দুর

Continues below advertisement

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান হলেন মুকুল রায় (Mukul Roy)। মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ। আজ বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় এই ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, নির্বাচন পরবর্তী হিংসা, রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা, শিল্পায়ন, কর্মসংস্থান প্রভৃতি কোন গুরুত্বপূর্ণ বিষয়েই বিরোধীদের আলোচনার সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘদিনের রীতি অনুযায়ী বিরোধী দলের পক্ষ থেকে পিএসি-র চেয়ারম্যান করা হয়। এটা ভারতের সব বিধানসভা এবং লোকসভাতেই হয়ে আসছে। এটা নিয়ে সরকারের খরচ করার অধিকার যেমন আছে, তার পরীক্ষা করার দায়িত্ব বিরোধীপক্ষের আছে। এটা গণতন্ত্রের একটি বড় ব্যবস্থা।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram