Suvendu Adhikari: 'এই বাজেট শুধুই রাজনৈতিক বাজেট, কোনও দিশা নেই', মন্তব্য শুভেন্দুর । Bangla News

Continues below advertisement

রাজ্য বাজেটে শুধুই কেন্দ্রের নিন্দা। ৯০ হাজার কোটির গল্প শোনাচ্ছেন, কেন কেন্দ্র দেবে, তার উল্লেখ নেই। আমফানের সময় পুলিশ অবস্থা সামাল দিতে পারেনি। সেনা নামিয়ে অবস্থা সামাল দিতে হয়। এখন বলছেন কেন্দ্র কোনও সাহায্য করেনি। আমফানের পর টাকা দিয়েছিল কেন্দ্র। এই বাজেট শুধুই রাজনৈতিক বাজেট, কোনও দিশা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশ, জমি নীতি নেই। নতুন শিল্প স্থাপনের উল্লেখ নেই। সরকারির ভুল-ত্রুটি ধরানোর কাজই বিরোধীদের। ভোট নেই, তাই বাজেটে কোনও প্রতিশ্রুতি নেই। বার্ধক্য ভাতা নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বার্ধক্য ভাতায় ৮০০ টাকা দেয় কেন্দ্র, রাজ্য দেয় ২০০ টাকা। উত্তরপ্রদেশে ৩ কোটি মানুষ এই ভাতা পান। অথচ মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ছাড়া এই ভাতা কোথাও পাওয়া যায় না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকায় ১ লক্ষ ২৫ হাজার টাকায় বাড়ি। প্রধানমন্ত্রীর আবাস যোজনার কথা উল্লেখ না করে রাজ্যের প্রকল্প বলে উল্লেখ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাকে খাদ্যসাথী প্রকল্প বলে উল্লেখ। রাজ্যকে ১২ কোটি ৮২ লক্ষ ভ্যাকসিন দিয়েছে কেন্দ্র। আর রাজ্য মাত্র ১৮ লক্ষ ভ্যাকসিন কিনেছে। জানিালেন শুভেন্দু অধিকারী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram