'শুভেন্দু দলে এলে স্বাগত', নন্দীগ্রামে BJP-র বাইক মিছিল থেকে Bharati Ghosh
Continues below advertisement
Suvendu Adhikari-কে ঘিরে জল্পনার মধ্যেই নন্দীগ্রামে BJP-র মিছিল। 'আর নয় অন্যায়' স্লোগানকে সামনে রেখে আজ রেয়াপাড়া থেকে টেঙ্গুয়া পর্যন্ত বাইক মিছিল করে বিজেপি। এই মিছিলের নেতৃত্বে ছিলেন Bharati Ghosh। মিছিল থেকে তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী বিজেপিতে আসতে চাইলে স্বাগত।'
Continues below advertisement