Suvendu on BJP Meeting: 'বাংলায় অপশাসন চলছে, এই সরকার প্রধানমন্ত্রীকে অপমান করে', দিল্লিতে অভিযোগ শুভেন্দুর, পাল্টা কাকলি

Continues below advertisement

কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ হল ভারতবর্ষের একটি প্রদেশ। ভারতীয় সংবিধান দিয়েই আমরা সবাই নিয়ন্ত্রিত। কোনও একটি রাজ্য বা তার শাসক দল নিজের প্রদেশকে একটি স্বাধীন দেশ বা নিজেদের রাজা মনে করতে পারে না। এটা বেশিদিন চলতে পারে না। ভারতীয় কেন্দ্রীয় সরকার শক্তিশালী। পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থার অবস্থা খুব খারাপ। এই সরকার প্রধানমন্ত্রীকে (Narendra Modi) মানে না, অপমান করে।’ তাঁর এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তিনি বলেন, ‘বিজেপির বাজে বকার স্বভাব আছে। তারা ভারতীয় সংবিধানকে ধ্বংস করতে দিচ্ছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram