Swapan Mazumder: 'অনুব্রতকে বিষাক্ত ইনজেকশন' বিজেপি বিধায়কের বিরুদ্ধে জোড়া FIR তৃণমূলের|Bangla News

Continues below advertisement

অনুব্রত মণ্ডলকে নিয়ে বিতর্কিত মন্তব্য। ' উনি ভাবছেন উডবার্ন ওয়ার্ডে শুয়ে CBI-র হাত থেকে বেঁচে যাবেন। CBI-এর সামনে অনুব্রতকে হাজিরা দিতেই হবে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত ইনজেকশনে মরতে হবে।' বিজেপি বিধায়ক স্বপন মজুমদারে এই মন্তব্যের পরেই তৈরি হয় তীব্র বিতর্ক। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে জোড়া FIR তৃণমূলের। বনগাঁ ও গাইঘাটা থানায় অভিযোগ দায়ের। নিজের বক্তব্য থেকে পিছু হঠতে নারাজ স্বপন মজুমদার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram