Syndicate Clash : 'এখন রাজনীতির সঙ্গে দুষ্কৃতীরা জড়িয়ে গিয়েছে', সিন্ডিকেট রাজ প্রসঙ্গে প্রাক্তন পুলিশকর্তা।Bangla News

Continues below advertisement

সাংসদ সৌগত রায়ের লেক গার্ডেন্সের (Lake Gardens) বাড়ির কাছে সিন্ডিকেট-দৌরাত্ম্যে ধুন্ধুমার। তুমুল সংঘর্ষ, ধারাল অস্ত্রের কোপ, আহত ৮। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলা করেছে বিরোধী পক্ষ, আমরা সবাই সিন্ডিকেটের সদস্য, দাবি লেক গার্ডেন্সে সিন্ডিকেট-সংঘর্ষে আহতদের। "এমন ঘটনা ঘটা উচিত হয়নি। বখরা নিয়ে গণ্ডগোলের জের, মন্তব্য সাংসদ সৌগত রায়ের(Saugata Roy)। গতকাল রাত থেকে অশান্তির সূত্রপাত। আক্রান্তরাও তৃণমূল কর্মী ও হামলাকারীরাও তৃণমূল বলে জানা‌ যাচ্ছে। মূলত বখরার সমস্যা নিয়েই অশান্তি। সাংসদের ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ, এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, এখন চলছে তল্লাশি।

এটা নতুন কোনও ঘটনা নয়, এটা হয়েই আসছে। আগে ‌যেমন রাজনীতিবিদ-দুষ্কৃতী আঁতাত ছিল এখন তেমন রাজনীতির সঙ্গে দুষ্কৃতীরা একেবারে জড়িয়ে গিয়েছে। বললেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচা‌র্য (Salil Bhattacharya)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram