Tathagata Roy Tweet: 'সরকারের খসড়া পড়তে হবে রাজ্যপালকে, এমন কোথাও লেখা নেই', ব্রাত্যকে খোঁচা তথাগতর

Continues below advertisement

"ব্রাত্য বসু (Bratya Basu) এবং অন্যান্যরা কি দয়া করে দেখিয়ে দেবেন কোথায় লেখা আছে যে সরকার যা খসড়া করে দেবে রাজ্যপালকে অবিকল তাই পড়তে হবে? ধরমবীর যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল (Governor) ছিলেন, তখন তিনি পড়েননি। আমি যখন ত্রিপুরায় রাজ্যপাল, আমিও পড়িনি। কিছু এমএলএ (MLA) গলা ফাটিয়ে চেঁচিয়েছিলেন, তা চেঁচান।", বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে ব্রাত্য বসুর কটাক্ষের জবাবে ট্যুইট করলেন বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)।

এদিকে, করোনার (Corona) জেরে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কত টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, তা ঠিক করুক বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। জানাতে হবে ৬ সপ্তাহের মধ্য, নির্দেশ সুপ্রিম কোর্টের। এর আগে কেন্দ্র জানিয়েছিল, ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram