Fake Vigilance Officer: ভুয়ো IAS-এর পর এবার ভুয়ো ভিজিল্যান্স অফিসার! থিয়েটার রোডে গ্রেফতার যুবক
দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই খোঁজ মিলল আরও এক ভুয়ো সরকারি আধিকারিকের। গতকাল রাতে থিয়েটার রোড (Theatre Road) এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। ধৃত আসিফুল হক পার্ক স্ট্রিট থানা (Park Street Police Station) এলাকার কলিন্স স্ট্রিটের বাসিন্দা। পুলিশের দাবি, নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার (Central Vigilance Officer) বলে পরিচয় দিতেন ওই যুবক। গাড়িতে লাগানো ছিল নীল বাতি, ভিআইপি (VIP) স্টিকার। কালো কাচ ঢাকা গাড়িতে চড়ে ঘুরে বেড়াতেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, গতকাল থিয়েটার রোডে নাকা চেকিংয়ের সময় নীল বাতি লাগানো গাড়ি আটকায় ইস্ট ট্রাফিক গার্ড। বয়ানে অসঙ্গতি মেলায় ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত কোনও প্রতারণাচক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccine Scam) যুক্ত হল আরও চারটি ধারা। এই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেবাঞ্জন-সহ ধৃত দুজনকে এদিন আদালতে তোলা হয়। তাদের ৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওষুধে ভেজাল, ভেজাল ওষুধ বিক্রি, এক ওষুধ বলে অন্য ওষুধ দেওয়া এবং সরকারি সম্পত্তি বিক্রিতে বাধা – পুলিশের আবেদনের ভিত্তিতে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে যুক্ত হল আরও চারটি ধারা।