Saugata Roy: বিরোধী দল থেকে পিএসি চেয়ারম্যান করতে হবে, বিধানসভার বিধিতে লেখা নেই, সৌগত

Continues below advertisement

সরকারের খরচ করার যেমন অধিকার আছে, তেমনই বিরোধীদলের অধিকার আছে, সেই ব্যয় পরীক্ষা করে খতিয়ে দেখার। শাসক দল তার ক্ষমতা দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে। এতে বিধানসভায় শাসক-বিরোধী সম্পর্ক ভাঙল শাসকদল। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "শুভেন্দু অধিকারী ভুল বলেছেন। রাজ্য সরকারের হিসাব দেখেন অডিটর জেনারেল। সেই রিপোর্ট নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে (Public Accounts Committee) আলোচনা হয়। এই কমিটিতে শাসক ও বিরোধী উভয়ই থাকেন। চেয়ারম্যান (PAC Chairman) নিয়ে যে প্রশ্ন উঠছে সেটা শুভেন্দু ভুল বলছেন। বিধানসভার বিধিতে কোথাও লেখা নেই যে বিরোধী দল থেকে পিএসি চেয়ারম্যান করতে হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram