'বাংলাদেশীদের আপন, আর আমরা পর?' বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে TMC-র 'বহিরাগত' কটাক্ষের পাল্টা Kailash Vijayvargiya
Continues below advertisement
নির্বাচনের আগে BJP-র সাংগঠনিক সিদ্ধান্ত প্রসঙ্গে বুধবার বিজেপি নেতা Kailash Vijayvargiya বলেন, 'দুই বছর ধরেই আমরা ৫ জোনে ভাগ করে বাংলায় কাজ করছি। এই ভাবেই আমাদের সংগঠনের কাজ চলছে। এই সব জোনে এসে কেন্দ্রীয় নেতারা জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। জেলায় কোন খামতি থাকলে জেলা নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলে তা ঠিক করার চেষ্টা হবে। সংগঠন আমাদের দলের শক্তি, নির্বাচনে জিতলেই সংগঠন মজবুত হবে। তাই বুথ স্তর থেকে জেলা পর্যন্ত সংগঠনে জোর দেওয়া হচ্ছে। TMC-র বহিরাগত তত্ত্বের প্রেক্ষিতে প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ওরা মূর্খের মতো কথা বলছে। ওরা বাংলাদেশীদের স্বাগত করেন, আর আমরা এলেই বহিরাগত?'
Continues below advertisement