Tiljala Shoot: তিলজলা গুলিকাণ্ডে ৩১ মার্চ পর্যন্ত ধৃত ৩ জনের পুলিশ হেফাজত। Bangla News

Continues below advertisement

তিলজলা গুলিকাণ্ডে ধৃতদের পুলিশ হেফাজত। ৩১ মার্চ পর্যন্ত ধৃত ৩ জনের পুলিশ হেফাজত। খুনের চেষ্টা ও হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩। অস্ত্র আইন, বিস্ফোরক আইনেও মামলা রুজু। মূল অভিযুক্ত জিবোধের ভাই রিবোধ রাই ছাড়াও মা ও দিদি গ্রেফতার। রিবোধ-জিবোধদের মা ফুলনদেবী ও দিদি ববি রাই গ্রেফতার। কাঁচরাপাড়া থেকে আগেই রিবোধ রাইকে গ্রেফতার করে পুলিশ। তিলজলা থানা ও লালবাজার গুন্ডাদমন শাখার রাতভর অভিযানে গ্রেফতার। কাঁচরাপাড়া থেকে রিবোধকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে রিবোধকে লালবাজারে জিজ্ঞাসাবাদ। গতকাল তিলজলার হনুমান মন্দিরের কাছে দুষ্কৃতী-দাপাদাপি। পরপর তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ। আগ্নেয়াস্ত্র, বোমা ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। হামলায় আহত রাজু রাই নামে এক ব্যক্তি ও তাঁর বাবা । পুলিশ ধাওয়া করতেই একের পর এক ছাদ টপকে পালায় দুষ্কৃতীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram