Morning Headlines: ধর্মতলায় ২১শে জুলাইয়ের সভামঞ্চে বেনজির সুরক্ষা, বহুতলের ছাদ থেকে নজরদারি | Bangla News

Continues below advertisement

আজ তৃণমূলের একুশে জুলাই। ভোর থেকেই ভিড় ধর্মতলায়। বন্ধ এস এন ব্যানার্জি রোড। পঞ্চায়েত ভোটের আগে কী বার্তা দেবেন নেত্রী? অপেক্ষা কর্মী-সমর্থকদের।

হাওড়া থেকে শিয়ালদা, ভোর থেকেই ধর্মতলামুখী জনস্রোত। লঞ্চে গঙ্গা পেরিয়ে ফেয়ারলি প্লেস দিয়ে দলে দলে ঢুকছেন কর্মী-সমর্থকরা। মিছিল আসবে অন্তত ৮টি পথে।

সমাবেশের আগেই রঙিন কলকাতা। মেয়ো রোডে মেনুতে মাংস-ভাত, ডাল-ছ্যাঁচড়া। ডোরিনা ক্রসিংয়ে আয়োজন বিরিয়ানির। শিয়ালদায় আয়োজন খিচুড়ির। 

সাপুড়ে সেজে, বাঁশি বাজিয়ে ডোরিনা ক্রসিং নকল সাপের খেলা দেখাতে ব্যস্ত ঘাসফুল আঁকা পোশাক পরা তৃণমূল কর্মী। নকল সাপের গায়ে মোদির ছবি।

ধর্মতলায় ২১শে জুলাইয়ের সভামঞ্চে বেনজির সুরক্ষা। বহুতলের ছাদ থেকে নজরদারি। ৩ ধাপে তৈরি মঞ্চ।

হাইকোর্টের অনুমতির পরেও আজ হাওড়ায় শুভেন্দুর সভা বাতিল। এত শর্ত মানা সম্ভব নয় বলে দাবি। লোক হবে না বুঝে পলায়ন, কটাক্ষ কুণালের।

এনডিএ-র দ্রৌপদী মুর্মু না বিরোধীদের যশবন্ত সিনহা। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আজ সকাল ১১টা থেকে সংসদে ব্যালটের গণনা শুরু। 

ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ। আজ সনিয়াকে ইডির সমন। এআইসিসি দফতরের সামনে জমায়েত হবেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। 
আজ সনিয়ার হাজিরা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram