TMC 21 July: উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মীদের জন্য সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা, কেমন প্রস্তুতি? | ABP Ananda LIVE

Continues below advertisement

কাল তৃণমূলের একুশে জুলাই সমাবেশ। ধর্মতলায় জোরকদমে চলছে প্রস্তুতি। এদিকে, জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। প্রত্য়েকবারের মতোই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ট্রেনে, বাসে চড়ে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। আসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। উত্তরবঙ্গ থেকে আসা কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। 

আগামীকাল ২১ জুলাই। নিজের এক্স হ্যান্ডলে ২১ জুলাইয়ের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। '২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। দেশ ও দশের জন্য আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গেই আমরা এ দিনটিকে 'মা-মাটি-মানুষ দিবস' হিসেবে পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি। ধর্মতলায় শহীদ স্মরণ তথা মা-মাটি-মানুষ দিবস অনুষ্ঠানে আমি বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই। সবার সাগ্রহ উপস্থিতিতে এবারের সমাবেশও অন্যান্যবারের মতো সাফল্যমন্ডিত হবে, এই বিশ্বাস আমি রাখি। “২১শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম, শহীদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম।”

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram