Akhil Giri on Suvendu Adhikari: 'রাজ্য সরকারের সমালোচনা করলে সমবায় ব্যাঙ্কের পদ ছাড়ুন,' শুভেন্দুকে তোপ অখিলের
কাঁথি (Contai) সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ইস্তফার দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। এই নিয়ে রবিবার রাতে রামনগরের বিধায়ক তথা অখিল গিরির (Akhil Giri) নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে শাসক দল। অখিল গিরি বলেন, "রাজ্য সরকারের সমালোচনা করতে হলে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করুন।" ২০০৯ সাল থেকে টানা তিন বার কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। ২০১৭ সালে শেষবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। তৃণমূল নেতৃত্বের দাবি, সমবায় আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী কেউ টানা ৩ বার চেয়ারম্যান থাকতে পারেন না। কিন্তু এক্ষেত্রে নিয়ম মানেন নি শুভেন্দু অধিকারী। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে আর্থিক তছরুপ ও কর্মী নিয়োগে বেনিয়ম করেছেন বলে অভিযোগ। শাসক দলের ভূমিকাকে কটাক্ষ বিজেপির। শুভেন্দু অধিকারীকে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।