TMC Internal Clash: তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার জয়পুর, আহত ৯, গোষ্ঠীসংঘর্ষ মানত নারাজ নেতৃত্ব

Continues below advertisement

এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার (Bankura) জয়পুর। দুই পক্ষের দাবি তাঁরা তৃণমূল কর্মী। সংঘর্ষে জখম ৯ জন। ১০০ দিনের কাজ পাওয়া নিয়ে গণ্ডগোলের সূত্রপাত বলে জানা গেছে। আহতরা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের এক গোষ্ঠীর দাবি, ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতি করছে তৃণমূলেরি প্রভাবশালী এক গোষ্ঠী। এই নিয়ে প্রতিবা করাতেই শুক্রবার রাতে হামলা চালান তাঁরা। অভিযোগ অস্বীকার করে অপর গোষ্ঠীর দাবি, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করছে এক গোষ্ঠী। তবে গোষ্ঠীসংঘর্ষের অভিযাগ উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল (TMC) নেতৃত্ব। এই প্রসঙ্গে বাঁকুড়ার জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা (Shyamal Santra) বলেন, ‘পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় সবাই তৃণমূল করে। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কোন বিষয় নেই।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram