TMC July 21 Celebration: করোনা পরিস্থিতিতে এবারও ভার্চুয়াল মাধ্যমেই তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান

Continues below advertisement

মে মাসের গোড়ায় ২০০-র বেশি আসনে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী (Chief Minister) হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেইসময় রাজ্যে করোনার (Coronavirus) ব্যাপক সংক্রমণ থাকায় কোনওরকম বিজয় সমাবেশ না করার সিদ্ধান্ত নেয় তৃণমূল (TMC)। পরিবর্তে সংক্রমণ কমলে, ব্রিগেডে ২১ জুলাইয়ের (21 July Brigade) সমাবেশ করার কথা বলেন তৃণমূলনেত্রী।  
মে থেকে জুলাই, রাজ্যে করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে হাজারের নীচে। দৈনিক মৃতের সংখ্যা ১৮। কিন্তু সংক্রমণ কমলেও চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা! তাই এই পরিস্থিতিতে এবারও ভার্চুয়াল মাধ্যমেই ২১ জুলাইয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল। সোমবার ৩০ মার্চের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ ৯০০-র নীচে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৮৫ জন, মৃত ১৮। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৭ জন। সক্রিয় রোগীর কমে ৮৩০ জন, বেড়েছে সুস্থতার হার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram