Morning Headlines: দেবাঞ্জনের ছকেই কৃষ্ণনগরে 'সিআইডি অফিসার সেজে প্রতারণা', আরও খবর
১। এবার কৃষ্ণনগরে সিআইডি অফিসার সেজে (Fake CID) প্রতারণার অভিযোগ। দেবাঞ্জনের ছকেই পুলিশ পরিচয়ে সমাজসেবার কাজে যুক্ত, নেতাদের সঙ্গে ছবি। চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠতেই ফেরার।
২। দেবাঞ্জনের (Debanjan Deb) মতোই নেতা-মন্ত্রীদের সঙ্গে ত্রাণ বণ্টনের অনুষ্ঠানে ভুয়ো সিআইডি অফিসার। ছবি ফেসবুকে পোস্ট। কে কার সঙ্গে ছবি তুলেছে, জানা নেই, দাবি কারামন্ত্রীর। অভিযুক্তের গাড়ির চালক আটক।
৩। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযানে (BJP KMC Abhijaan) ধুন্ধুমার। রুট বদলে যাওয়ার চেষ্টা। সেন্ট্রাল অ্যাভেনিউতেই আটকে দিল পুলিশ।
৪। পুরসভার বহু আগেই বিজেপিকে (BJP) আটকাল পুলিশ। ধস্তাধস্তিতে আহত মহিলা কর্মী। মহামারী আইনে সায়ন্তন, অগ্নিমিত্রা-সহ গ্রেফতার ৫৮, প্রেসিডেন্সি জেল নিয়ে যাওয়ার পরে জামিন।
৫। বিজেপির অভিযানে এলেনই না শুভেন্দু-সৌমিত্র। কাজের জন্য বাইরে, দাবি দিলীপের। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্য জুড়ে আন্দোলনের হুমকি। হেরেও গা জোয়ারি, কটাক্ষ তৃণমূলের।
৪এ। দেবাঞ্জনকাণ্ড থেকে সতর্কতা। এবার যে কোনও অনুষ্ঠানে যাওয়ার আগেই খোঁজ নিতে হবে বিধায়কদের। পরিষদীয় দলের বৈঠকে কড়া বার্তা তৃণমূলের। উদ্যোক্তা কারা, জেনে অনুষ্ঠানে যাওয়ার নির্দেশ।