TMC Leader Murdered: মঙ্গলকোটে তৃণমূল নেতা খুন, আটক ৪
খুব কাছ থেকে তৃণমূল (TMC) নেতাকে গুলি করে খুন করা হয়। তা সরাসরি ঢুকে যায় বুকে বাঁদিকে। আটকে যায় হৃদযন্ত্রে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লাপুরিয়ার তৃণমূরে অঞ্চল সভাপতি অসীম দাসের (Asim Das) ময়নাতদন্তে (Autopsy Report) প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, কয়েকদিন আগে পর্যন্ত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়েই বাইরে বেরোতেন অঞ্চল সভাপতি। কিন্তু গত ১০-১২ দিন ধরে একাই বেরোচ্ছিলেন। তবে কি প্ল্যান করেই খুন? খুনের আগে কি রেইকি করা হয়েছিল? ঘুরছে এমনই প্রশ্ন। সোমবার ভর সন্ধেয় মঙ্গলকোটের কাশীমনগরে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা অসীম দাসকে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের ভিসেরা টেস্ট করা হবে। ফরেন্সিক টেস্টেকর জন্য পাঠানো হবে নমুনা। নেতা খুনে দোষীদের গ্রেফতারের দাবিতে, মঙ্গলবার সকালে এক ঘণ্টা মঙ্গলকোটে রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল। তাদের অভিযোগ, হামলার নেপথ্য়ে রয়েছে বিজেপি (BJP)। পূর্ব বর্ধমানে সিআইডি (CID) টিম ঘটনাস্থলে যায়। নমুনা সংগ্রহ করে। সিন্ডিকেট রাজ্যের প্রতিবাদ করায় খুন। ভিন্ন সুর পরিবারের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। দাবি বিজেপির।