'Amartya Sen BJP র আদর্শহীনতার বিরুদ্ধে কথা বলছেন বলে তাঁকে আক্রমণ করা হচ্ছে! গেরুয়া শিবিরকে খোঁচা কাকলির
Continues below advertisement
শনিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক মুখোমুখি হয়ে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ান কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। তৃণমূল সাংসদ বলেন, 'ইতিমধ্যেই ৪৫ জন কৃষক এই আন্দোলনে মারা গিয়েছেন। গণতন্ত্রে এটা চলতে পারে না। কেন্দ্রীয় সরকারের উচিত কৃষকদের কথা শুনে একটি পথ বার করা। কেন্দ্রীয় সরকারের এই ধরণের অগণতান্ত্রিক সিদ্ধান্তের নিন্দা করছি।' তিনি আরও বলেন, 'পর্যটকরা পশ্চিমবঙ্গে এসে বাংলার মণীষীদের অপমান করছে। দিল্লি থেকে পর্যটকরা বাংলায় এসে রবীন্দ্রনাথের আসনে বসলেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।' এছাড়াও জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ।
Continues below advertisement
Tags :
Bengal Election Kakoli Ghosh Dastidar ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021