TMC PC on Alapan Bandyopadhyay: 'বাংলার প্রশাসনকে দুর্বল করতেই এই রাজনৈতিক চক্রান্ত', আলাপন-ইস্যুতে কেন্দ্রকে নিশানা সুখেন্দু শেখরের

Continues below advertisement

আলাপনকে কেন্দ্রের চার্জশিট, তীব্র প্রতিবাদ তৃণমূলের। আজ সৌগত রায় (Saugata Roy) বলেন, "আলাপনের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করছে কেন্দ্র। বৈঠকে না থাকায় আলপনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন। মুখ্যমন্ত্রীই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান। মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবই বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্বে। এব্যাপারে কেন্দ্রের পদক্ষেপ হাস্যকর। আলাপনের বিরুদ্ধে  যা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। এভাবে কোনও অফিসারকে কেন্দ্র ডেকে নিতে পারে না। আমলাকে ডাকতে হলে রাজ্য সরকারের মত নিতে হবে। কোনও অফিসারকে নিতে হবলে রাজ্যের মত নিতে হয় কেন্দ্রকে। রাজ্য সরকারের অফিসারদের বিচলিত করতেই কেন্দ্রের পদক্ষেপ। স্বাধীনভাবে কাজ করতে না দিতেই কেন্দ্রের এই পদক্ষেপ। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কেন্দ্র, এটা মনে করাতেই এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দিচ্ছে কেন্দ্রের এই পদক্ষেপ।"

অন্যদিকে সুখেন্দু শেখর রায় বলেন, "একটা নিষ্ঠুর সিদ্ধান্ত আমাদের প্রাক্তন মুখ্যসচিবের উপর জোর করে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, যাতে বাংলার প্রশাসনকে খানিকটা দুর্বল করে দেওয়া যায়। এটাই ওদের একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য। এই নিষ্ঠুরতা এমন একজন মানুষের বিরুদ্ধে যিনি সারাজীবন সৎ, দক্ষ, অভিজ্ঞ প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি উনি একজন সুলেখক। সম্প্রতি তাঁর মাতৃবিয়োগ হয়েছে। তিনি কিছুদিন আগে নিজের ভাইকে হারিয়েছেন। এরকম নিষ্ঠুর নির্দেশের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram