TMC Internal Clash: ১০০ দিনের কাজ নিয়ে মালদায় তৃণমূলে গোষ্ঠীকোন্দল, সংঘর্ষে জখম ৭
১০০ দিনের কাজ নিয়ে মালদার (Malda) পুখুরিয়ায় তৃণমূলের (TMC) গোষ্ঠীসংঘর্ষ। আহত ৭। ১০০ দিনের কাজে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূল সদস্যদের একাংশ। গতকাল এনিয়ে তদন্তে যান প্রশাসনিক কর্তারা। অভিযোগ, তাঁদের সামনেই প্রধানের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের বিবাদ বাধে। তা থেকে সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ৭ জন। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এধরনের ঘটনায় দল পাশে দাঁড়াবে না বলে তারা জানিয়েছে।
এদিকে, দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু ফের ছাড়াল হাজারের গণ্ডি। সামান্য কমল দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৭৬৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭ হাজার ১৪৫ জনের। মোট আক্রান্তের (Total Positive Cases) সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬। অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৫ হাজার ২৫৪।