WB Politics: তৃণমূল থেকে আসা সৌমিত্র, সব্যসাচীদের সুরেই সুর মেলাচ্ছেন বিজেপির চন্দ্র বসু, জয় বন্দ্যোপাধ্যায়রা

Continues below advertisement

রাজ্য বিজেপিতে (BJP) আরও প্রকট হল দ্বন্দ্ব। একদিকে যখন সৌমিত্র, সব্যসাচী, রাজীবদের সামলাতে কার্যত দিশেহারা দল, তখন দলের সমালোচনায় সরব হলেন জয় বন্দ্যোপাধ্যায়, চন্দ্র বসুরা (Chandra Bose)। সেই সঙ্গে উস্কে গেল দল বদলের জল্পনা। ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। ১৯-র লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণের প্রার্থী করে বিজেপি। যদিও জয়ের মুখ দেখতে পারেননি তিনি। রাজ্য বিজেপির সহ-সভাপতি ছিলেন তিনি। কিন্তু পদ দিলেও তাঁকে কাজের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ চন্দ্র বসুর। এই প্রেক্ষাপটে দেখা করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন চন্দ্র বসু। তাঁর দাবি, সেখানে তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গবাসীর মন পেতে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হতে হবে। একইভাবে দলের সমালোচনায় সরব জয় বন্দ্যোপাধ্যায়ও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram