Tushar Mehta: তুষার মেহতার অপসারণের দাবি TMCর, দেখাই করেননি, বললেন শুভেন্দু

Continues below advertisement

সলিসিটর জেনারেল (Solicitor General) তথা নারদ মামলায় (Narada Case) সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার (Tushar Mehta) সঙ্গে নারদ স্টিং অপারেশনে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর বৈঠকের অভিযোগের প্রেক্ষিতে এবার সরাসরি সলিসিটর জেনারেলকে সরানোর দাবি জানাল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দুশেখর রায় এবং কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই দাবি জানিয়ে সরাসরি নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। চিঠিতে তিন তৃণমূল সাংসদ লিখেছেন, নারদ স্টিং-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) টাকা নিতে দেখা গিয়েছিল। তার তদন্ত করছে সিবিআই (CBI) এবং ইডি (ED)। তুষার মেহতা সেই মামলায় সিবিআইয়ের হয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) ও হাইকোর্টে সওয়াল করছেন। এরপর সারদা কেলেঙ্কারির (Saradha Scam) প্রসঙ্গ টেনে তৃণমূলের চিঠিতে লেখা হয়েছে, সিবিআই ও ইডি সারদা মামলার তদন্ত করছে। সুদীপ্ত সেন (Sudipta Sen) মূল অভিযুক্ত। যিনি একাধিকবার চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সারদা মামলাতেও সিবিআইকে পরামর্শ দেওয়ার পাশাপাশি মামলা লড়েছেন তুষার মেহতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram