'বিসিসিআইয়ে বসে আপনার ভাইপো', 'মুকুল রায়কে দলে নিয়ে সারদা নিয়ে জ্ঞান দেবেন না', কৈলাস বিজয়বর্গীয়ের উদ্দেশ্যে তোপ কুণাল ঘোষের
Continues below advertisement
ক্রমশ চড়ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র বাগযুদ্ধের পারদ। আগামী বছরের বিধানসভা ভোটকে পাখির চোখ করে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি। গতকাল কৈলাস বিজয়বর্গীয় একাধিক অভিযোগ শানান তৃনণূলের বিরুদ্ধে। এদিন তার পাল্টা দিলেন তৃনমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সাংবাদিক বৈঠকে হাজির হয়ে বলেছেন,
‘গতকাল কৈলাস বিজয়বর্গীয় রামনগরে মিথ্যে ভাষণ দিয়েছেন। তৃণমূলের যুবনেতাকে নিশানা করে মিথ্যাচার করেছেন। রাজনীতিতে পাল্লা দিতে না পারায় চরিত্রহনন করছেন। বিজেপি ভয় পাচ্ছে বলেই যুবনেতাকে আক্রমণ করছে। যদি সাহস থাকে ভাইপো না বলে নাম উচ্চারণ করুন। বিসিসিআই-এ কৈলাসের ভাইপো বসে আছেন সচিব হয়ে। রাজনীতিবিদের পরিবারে রাজনীতিবিদ হতে পারেন না? ২০১৫-য় বলেছিল ভাগ মুকুল ভাগ। তাঁকেই তো আবার দলে নিয়েছে বিজেপি। কৈলাস-পুত্র আকাশ বিজয়বর্গীয় পুরকর্মীদের মেরেছিলেন। আকাশ বিজয়বর্গীয় নিজেও তো বিজেপির বিধায়ক। গুণ্ডামি করে গ্রেফতার হয়েছিলেন আকাশ। দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত করুন। যে সিন্ডিকেটের কথা বলেছিলেন, তিনিই আজ বিজেপিতে। মুকুল রায়কে দলে নিয়ে সারদা নিয়ে জ্ঞান দেবেন না। মুকুলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের অনুরোধ করেছিলাম। এখনও সিবিআই কোনও পদক্ষেপ করেনি। মির্জার বয়ান অনুযায়ী মুকুল রায়কেও গ্রেফতার করা উচিত।’ সাংবাদিক বৈঠকে দাবি কুণাল ঘোষের।
‘গতকাল কৈলাস বিজয়বর্গীয় রামনগরে মিথ্যে ভাষণ দিয়েছেন। তৃণমূলের যুবনেতাকে নিশানা করে মিথ্যাচার করেছেন। রাজনীতিতে পাল্লা দিতে না পারায় চরিত্রহনন করছেন। বিজেপি ভয় পাচ্ছে বলেই যুবনেতাকে আক্রমণ করছে। যদি সাহস থাকে ভাইপো না বলে নাম উচ্চারণ করুন। বিসিসিআই-এ কৈলাসের ভাইপো বসে আছেন সচিব হয়ে। রাজনীতিবিদের পরিবারে রাজনীতিবিদ হতে পারেন না? ২০১৫-য় বলেছিল ভাগ মুকুল ভাগ। তাঁকেই তো আবার দলে নিয়েছে বিজেপি। কৈলাস-পুত্র আকাশ বিজয়বর্গীয় পুরকর্মীদের মেরেছিলেন। আকাশ বিজয়বর্গীয় নিজেও তো বিজেপির বিধায়ক। গুণ্ডামি করে গ্রেফতার হয়েছিলেন আকাশ। দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত করুন। যে সিন্ডিকেটের কথা বলেছিলেন, তিনিই আজ বিজেপিতে। মুকুল রায়কে দলে নিয়ে সারদা নিয়ে জ্ঞান দেবেন না। মুকুলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের অনুরোধ করেছিলাম। এখনও সিবিআই কোনও পদক্ষেপ করেনি। মির্জার বয়ান অনুযায়ী মুকুল রায়কেও গ্রেফতার করা উচিত।’ সাংবাদিক বৈঠকে দাবি কুণাল ঘোষের।
Continues below advertisement
Tags :
Bangla Khobor ABP Ananda News TMC-BJP Bengali News Kunal Ghosh Abp Ananda BJP TMC Kailash Vijayvargiya