ভাটপাড়ায় ফের পার্টি অফিসের হাতবদল, পুনঃর্দখলের দাবি তৃণমূলের, মানতে নারাজ বিজেপি
Continues below advertisement
প্রথমে তৃণমূল, পরে বিজেপি, এবার ফের তৃণমূল। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার গোলঘরে এই পার্টি অফিসের হাতবদল নিয়ে ফের উত্তেজনা। বুধবার এই পার্টি অফিসের দখল নেয় তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদি-অমিত শাহদের ছবি খুলে ফেলা হয়েছিল আগেই, পরে গেরুয়া রং মুছে তাতে করা হয় সবুজ রং। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দখলদারির রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে এই পার্টি অফিসটি তৃণমূলের দখলে ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংহের জয়ের পর এই পার্টি অফিসটি বিজেপির দখলে চলে যায়। এবার ফের সেটি শাসকদলের দখলে এল। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে এই পার্টি অফিসটি তৃণমূলের দখলে ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংহের জয়ের পর এই পার্টি অফিসটি বিজেপির দখলে চলে যায়। এবার ফের সেটি শাসকদলের দখলে এল। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
Continues below advertisement