TMC: বিজেপির 'বাংলা ভাগের চক্রান্ত'এর বিরুদ্ধে একাধিক জেলায় আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

Continues below advertisement

আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের মন্তব্য হাতিয়ার করে বাংলা ভাগের চক্রান্তে সরব তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের একাধিক জেলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। তৃণমূল নেত্রী মৌসম নুর জানিয়েছেন, "আমার মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন উনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এই প্রক্রিয়া সফল করা যাবে না। এই বিষয়ে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন।"অন্যদিকে মালদা বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জানিয়েছেন, "এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"

শুধু বাংলা ভাগের চক্রান্তই নয়, তৃণমূলের অভিযোগ উত্তরবঙ্গকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। কোচবিহারের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায় রায় বলেন, "বিচ্ছিন্নতাবাদী শক্তিকে পিছন থেকে মদত দেওয়ার চেষ্টা করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন উত্তর ও দক্ষিণবঙ্গ দুটোই পশ্চিমবঙ্গের অংশ। বিশেষ করে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। উত্তরবঙ্গ ভাবে যারা মদত দেওয়ার চেষ্টা করবে মানুষ তাঁদের ক্ষমা করবে না। " অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বিজেপি সভাপতি বিনয় কুমার বর্মন জানিয়েছেন, "এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নির্ভরশীল। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে।" সব মিলিয়ে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা থামার কোন লক্ষণ নেই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram