Tripura BJP: 'নামে কাউন্সিল অফ মিনিস্টারস, রাজ্যে এক ব্যক্তিরই শাসন', ইস্তফা দিয়ে বিস্ফোরক সুদীপ রায় বর্মন|Bangla News
Continues below advertisement
বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় বিজেপিতে বড় ধাক্কা। এবার বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman)। বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আশিস সাহাও (Ashis Saha)। মন্ত্রিত্ব থেকে অপসারণের পর থেকেই বেসুরো ছিলেন সুদীপ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন প্রাক্তন মন্ত্রী। আগেই জানিয়েছিলেন যে বিজেপির (BJP) প্রতীকে আর লড়াই করবেন না।
বিধায়ক পদে ইস্তফা দিয়ে সুদীপ রায় বর্মন বলেন, এরাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে। নামে কাউন্সিল অফ মিনিস্টারস। মন্ত্রীদের সঙ্গে কথা হলে, তাদের অসহায়তার কথা বলে। দলে থেকেও মানুষের স্বার্থে বিজেপির লাইনে বাইরে গিয়ে কথা বলতে হয়েছে।'
Continues below advertisement
Tags :
ABP Ananda Tripura ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Tripura BJP Sudip Roy Barman