Abhishek Banerjee: ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, সরকার হবে, বিপ্লব দেব প্রশাসনকে খোঁচা অভিষেকের | Bangla News

Continues below advertisement

"২০২৩ সালে বিপ্লব দেবের (Biplab Dev) সরকারকে উপড়ে ফেলব। যারা ভাবছে বাইক নিয়ে যাব, চমকে ধমকে চলে আসব - তারাই আপনার বাড়ি যাবে আর বাংলায় যেমন দুয়ারে সরকার কাজ হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে সেই কাজ করবে। বিপ্লববাবু, পারলে আটকে দেখান। আমি যেটা করতে পারব, সেটাই বলি। যা পারব না, তা করার কথা বলবও না। যারা আজ পাপ করছে, তাদের ৫ বছর ধরে আপনাদের জন্য প্রায়শ্চিত্ত করাব। এরা আপনার পায়ে ধরে দুয়ারে সরকার কর্মসূচিতে নিয়ে যাবে। ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে।" আগরতলার সভায় মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram