Tripura: 'ত্রিপুরায় সরকার গড়াই লক্ষ্য, হামলা চালিয়ে তৃণমূলকে আটকানো যাবে না', দাবি সৌগতর| Bangla News

Continues below advertisement

পুরভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল বিপ্লব দেব সরকারের। 'প্রচারের অধিকার আছে সমস্ত রাজনৈতিক দলের। নির্বিঘ্নে প্রচারের জন্য পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকারকে।' ত্রিপুরা ভোটে অশান্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। এই নিয়ে তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "আমরা বলতে চাই, বিপ্লব দেব অশিক্ষিত বর্বর। গণতন্ত্রের কোনও ধারণা ওঁর নেই। পশ্চিমবঙ্গে আমরা উগ্র সিপিএমকে মোকাবিলা করেছি। বিজেপিকও (BJP) করব। আমাদের লক্ষ্য ত্রিপুরায় সরকার তৈরি করা। বিপ্লব দেব কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে কেস করে, অভিষেকের (Abhishek Banerjee) গাড়িতে হামলা চালিয়ে তৃণমূলকে রুখতে পারবে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram