Abhishek Banerjee: 'আমরা হাল ধরলে ২০১৮ সালে BJP ক্ষমতায় আসত না', আগরতলার সভা থেকে হুঙ্কার অভিষেকের | Bangla News

Continues below advertisement

গতকাল দিনভর টানাপোড়েনের পর আজ আগরতলায় সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সভা থেকে অভিষেক বলেন, "আজ বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) তৃণমূলে প্রত্যাবর্তন করলেন। আমি এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম। আমি ২০১৬ সালে এখানে সভা করেছিলাম, তখন মানিকবাবুরা দায়িত্বে ছিলেন। আমাদেরই ব্যর্থতা ছিল যে আমরা সেই সময় হাল ধরিনি, নাহলে ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসত না। আজ ত্রিপুরার মানুষ বুঝতে পেরেছেন পরিবর্তনের নামে বিজেপিকে নির্বাচিত করে এনে খাল কেটে কুমির এনেছিলেন। আজ ৫ বছর পর আমি এখানে সভা করছি। তখন অবশ্য এত সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজ হয়ত সভায় সামনে ৫০০ জন মানুষ, কিন্তু বাড়ি বসে সকলেই আমাদের সভা শুনছেন। তৃণমূল কংগ্রেসকে এখানে ঢুকতে দেওয়া হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভা করতে দেব না। এত ভয় কীসের?" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram