Tripura: অভিষেক থেকে অপর্ণা, কর্মীদের উপর 'হামলা'র প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ TMC-র | Bangla News

Continues below advertisement

আগরতলায় তৃণমূল (TMC) প্রার্থীর উপর হামলার প্রতিবাদ। প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ তৃণমূলের। সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Deb) নেতৃত্বে চলে এই বিক্ষোভ। প্রতিবাদে সামিল সুবল ভৌমিক। সুস্মিতা দেব বলেন, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ওপরে আক্রমণ হল। তারপর ২২ তারিখ আমার ওপর আক্রমণ হল। তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ হল। যেদিন থেকে পৌরসভা নির্বাচন ঘোষণা হয়েছে, তারপর থেকে আমাদের প্রার্থীর ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। আমাদের একজন প্রার্থীর বাড়িতে ঢুকে ছেলে মেয়েকে মারধর করা হল, হাত ভেঙে দেওয়া হল। কাল রাতে অপর্ণা বিশ্বাসের বাড়িতে ঢুকে ভাঙচুর করল বাইক বাহিনী। পার্টির পক্ষ থেকে একের পর এক FIR করা হচ্ছে। কিন্তু ত্রিপুরা পুলিশ ছবি থাকা সত্ত্বেও, সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপি কর্মীদের গ্রেফতার করছে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram