Tushar Mehta-Subhendu Meet: তুষার মেহেতার অপসারণের দাবি তৃণমূলের, ট্যুইটে কটাক্ষ ডেরেক-কুণালের
Continues below advertisement
তুষার মেহেতার (Tuhar Mehta) অপসারণের দাবিতে এবার সুর চড়াল তৃণমূল কংগ্রেস (TMC)। ‘সরকারি আইনজীবী অভিযুক্তকে পরামর্শ দিতে পারেন না। তাঁর নিরপেক্ষভাবে কাজ করা উচিত। বিজেপির (BJP) হয়ে কাজ করবেন না।’ ট্যুইট করে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে কটাক্ষ করলেন দেড়েক-ও-ব্রায়েন। পাহাপাশি সরব হয়েছেন কুণাল ঘোষও। তিনি তুষার মেহতাকে নিশানা করে ট্যুইটারে লেখেন, ‘ভালো করে ভেবে দেখুন শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কিনা। নারদ কাণ্ডে (Narada Scam) সিবিআই-এর এফআইআর-এ নাম থাকা শুভেন্দু অধিকারী আপনার বাড়ি গিয়েছিল। এটা কি প্রভাবশালী হিসাবে প্রভাব খাটানো নয়? সেক্ষেত্র গ্রেফতার হবে না কেন?’ অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগেস। আগামীকাল রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Narada Scam Bengal Politics Tushar Mehta