Rajib Banerjee: 'দলে যোগ দিয়ে দেখি BJP-র সং আছে, গঠনটাই নেই', TMC-তে প্রত্যাবর্তনের পর রাজীব | Bangla News
Continues below advertisement
সদ্য ছেড়ে যাওয়া দলে প্রত্যাবর্তনের পর আজ তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেন, "ধর্মীয় মেরুকরণের প্রতিবাদ করেছিলাম। বিভেদের রাজনীতির প্রতিবাদ করেছিলাম। পরে আমাকে ধমক নিয়ে বলা হয়েছিল এইটাই সঠিক রাস্তা। একমাত্র এই রাস্তায় চললেই বিজেপি (BJP) ক্ষমতায় আসতে পারবে।" পাশাপাশি সদ্য প্রাক্তন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "বঙ্গ বিজেপির কোনও সংগঠন নেই। এরা শুধু মানুষকে আঘাত দিতে জানে আর ভাষণ দিতে জানে। এদের নিজেদের মধ্যেই যোগাযোগ নেই। আমাকে বলা হয়েছিল বিজেপির সংগঠন তৈরি। আমি গিয়ে দেখি, বিজেপির সং আছে কিন্তু গঠনটা নেই। এই দলে থেকে মানুষের জন্য কীভাবে কাজ করব? আগামীদিনে বঙ্গ বিজেপি সাইন বোর্ড হয়ে যাবে।"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Abhishek Banerjee TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bengal BJP Rajib Banerjee Mamata Banerjee WB Politics এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ