Morning Headlines: তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই বিধানসভার PAC চেয়ারম্যান মুকুল রায়
বিজেপি (BJP) থেকে তৃণমূলে (TMC) ফেরার পরে বিধানসভার পিএসি (PAC) চেয়ারম্যান মুকুল রায় (Mukul Roy)। রীতির সঙ্গে বিরোধী দলের সঙ্গে সম্পর্কও ভাঙল তৃণমূল, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মুকুল তো এখনও বিজেপি, পাল্টা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দলে বেসুরোদের নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হুঁশিয়ারির পরেও বিজেপিতে বেলাগাম। তিন বছর পড়ে শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুতে খুনের মামলা। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কাঁথি থানায় অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা যুক্ত করে এফআইআর (FIR)। ভয় দেখিয়ে লাভ নেই, পাল্টা শুভেন্দু। সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প। জেল হেফাজতে গিয়েও ফের পুলিশ হেফাজত দেবাঞ্জন দেবের (Debanjan Deb)। চক্রে জড়িত বাকিদের গ্রেফতারির দাবিতে বিধানসভার বাইরে ছাত্র পরিষদের বিক্ষোভ। জট কাটল উচ্চ প্রাথমিক (Upper Primary) নিয়োগে। রাজ্যকে স্বস্তি দিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের (Calcutta High Court)। তালিকা নিয়ে সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ। অভিযোগ থাকলে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনের (SSC) কাছে। উচ্চ প্রাথমিকের তালিকা নিয়ে অভিযোগ থাকলে জানাতে হবে দুই সপ্তাহের মধ্যে। ১০ সপ্তাহে নিষ্পত্তি। শুনানি করবে সচিব পর্যায়ের আধিকারিক। অযোগ্য কেউ অভিযোগ করলে জরিমানার পরামর্শ। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ স্থগিত রাখুক কমিশন, হাইকোর্টের নির্দেশের পরেও সল্টলেকে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। রায়ের কপি পাওয়ার পড়ে পদক্ষেপ, জানালেন এসএসসি-র চেয়ারম্যান। অন্য মহিলার ছবির সঙ্গে পুলিশকর্তার মেয়ের ফোন নম্বর জুড়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) আপত্তিকর পোস্ট। উত্তরপাড়ার তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ। কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্ক। দেশে সামান্য কমল করোনায় (Corona) দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু। রাজ্যে একদিনে আক্রান্ত ৯৯০, ১৯ জনের মৃত্যু। জিকা ভাইরাস নিয়ে সতর্ক রাজ্য। মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি বাড়াতে নির্দেশ।