John Barla House: এবার নিজের তিনতলা বাড়ি নিয়েই প্রশ্নের মুখে সাংসদ জন বার্লা

Continues below advertisement

রেলের রাস্তা পরিদর্শনে গিয়ে অস্বস্তিতে জন বার্লা (John Barla)। নিজের বাড়ি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ (BJP MP)। দলীয় কর্মীরা হেনস্থার শিকার, তাদেরই বাড়িতে আশ্রয় দিয়েছেন, পাল্টা সাফাই দিলেন জন বার্লা। পৃথক উত্তরবঙ্গের (North Bengal) দাবি তুলে আগেই বিতর্কে জড়িয়েছেন। এবার নিজের বাড়ি নিয়েও প্রশ্নের মুখে পড়লেন জন বার্লা। জবাব দিতে গিয়ে পাল্টা সাফাইও দিলেন তিনি। জলপাইগুড়িতে (Jalpaiguri) তিনতলা বাড়ি জন বার্লার। দিনকয়েক আগে এই বাড়িতে দাঁড়িয়েই দলীয় নেতাকর্মীদের নিয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য (Separate State) দাবি করার যুক্তি শুনিয়েছিলেন বিজেপি সাংসদ। একইদিনে জন বার্লার এই বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সদ্য তৃণমূলে (TMC) যোগদানকারী বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Ganga Prasad Sharma)। দীর্ঘদিন অভিযোগ পাওয়ার পর কাল আলিপুরদুয়ার স্টেশন লাগোয়া রেলের বেহাল রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন জন বার্লা। সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) এক নেতা বিজেপি সাংসদকে তাঁর বাড়ি নিয়ে প্রশ্ন করেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram